বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪
23 Nov 2024 11:19 pm
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ-রংপুরের পীরগঞ্জে পরিবেশ দুষণ করে কেরসিনের বিকল্প জ্বালানী তেল উৎপাদনের কাঁচামাল হিসেবে বাইসাইকেল,রিক্সা ও গাড়ীর পুরাতন টায়ার গলিয়ে তেল উৎপাদন করছে একটি কোম্পানী।টায়ার গলানোর কাজে জ্বালানী হিসেবে খড়ি ব্যবহার করায় টায়ার আর খড়ির কালো ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে বায়ু দুষণের সাথে ক্ষতি করছে মানুষজন,পশুপাখি ও বিভিন্ন উঠতি ফসলের।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামে মের্সাস মন্ডল প্লাষ্টিক এন্ড রাবার ফুয়েল প্লান্ট নামের ওই কারখানায় দৈনিক ২২ টন টায়ার গলিয়ে ৬ টন তেল উৎপাদন করা হয়।ওই ২২ টন টায়ার গলাতে জ্বালানী হিসেবে ব্যবহৃত হয় আরও কয়েক টন কাঠ।ফলে উজাড় হচ্ছে বনা ল। কাঠ আর টায়ারের কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাকে আশপাশের কয়েকটি গ্রাম। সেই সাথে মারাত্মক দুষিত হচ্ছে পরিবেশ। পরিবর্তিত আবহাওয়ার কারনে বিরুপ প্রভাব পড়ছে জলবায়ুতে। ফলে ওই এলাকায় শ্বাস কষ্ট জনিত রোগ বেড়েছে কয়েকগুন।
বিশেষ করে শিশু ও বয়স্করা কাশিজনিত নানা কষ্টে ভূগছে। কারখানার মালিক প্রভাবশালী হওয়ায় ক্ষতি সত্বেও এলাকার মানুষজন ভয়ে মুখ খুলতে সাহস করছে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন কারখানায় যখন টায়ার গলায় তখন গন্ধে ঘরের বাহিরে থাকায় বের হওয়া যায় না। ফসলের মাঠে কাজ-কর্ম বাদ দিয়ে বাড়িতে ঘরে ঢুকে বসে থাকতে হয়। এ বিষয়ে কারখানার মালিক শামিম মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার সব কাগজপত্র আছে।
আমি পরিবেশ ছাড়পত্র নিয়েই কারাখানা দিয়েছি বলেও দাবি করেন তিনি। শামীম আরও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাও আমাকে অনুমতি দিয়েছেন। অবশ্য তিনি সাংবাদিকদের এ সংক্রান্ত কোন প্রকার কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। পীরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মিঠু তালুকদার বলেন-বনা ল ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করার অনুমতি দেয় না বন অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,পরিবেশ দূষণ করলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, আজহারুল ইসলাম বলেন ওই প্রতিষ্ঠানের নামে কোন পরিবেশ ছাড়পত্র দেয়া হয়নি। খোঁজ খবর নিয়ে অবশ্যই জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর