বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
07 Apr 2025 09:42 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির গ্রামা লে এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ভাবে পুকুর থেকে মাটি কাটার অপরাধে জমির মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন। গতকাল বুধবার (২৪ এপ্রিল দুপুরে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কা নপুর গ্রামে এ জরিমানা করেন।এসময় ভেকুর চালক পলাতক থাকায় ভেকুর ২টি ব্যাটারি ও ৫টি ইঞ্জেকটর জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কা নপুর গ্রামের ভিতর জনৈক ব্যক্তি এস্কেভেটর(ভেকু) মাধ্যমে অবৈধ ভাবে পুকুর থেকে মাটি খনন করছিল।এমন গোপন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে জমির মালিক মাসুদ রানার ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।এসময় ভেকুর চালক পলাতক থাকায় ওই ভেকুর ২টি ব্যাটারি ও ৫টি ইঞ্জেকটর জব্দ করা হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি প্রতিনিধি বগুড়া