সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
24 Nov 2024 02:48 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:-পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৬দিন বন্ধের পর ভারতের সাথে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল প্রকার কার্যক্রম। তবে চালু ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
সোমবার ( ১৫ এপ্রিল) বেলা ১১টায় বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ৬দিন বন্ধের পর আজ সোমবার থেকে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। চালু হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক আছে।