সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
25 Nov 2024 07:21 am
৭১ভিশন ডেস্ক:- চলতি আইপিএলে ইতিহাস গড়ে দলীয় সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। গত মাসে মুম্বাইয়ের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রানের বিশাল রান করেছিলো কামিন্সের দল। এবার নিজেদের রেকর্ডই ভেঙে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের সংগ্রহ পেল হায়দ্রাবাদ। সোমবার (১৫ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৮৭ রানের বিশাল সংগ্রহ পেয়েছে তারা।
বেঙ্গালুরুর ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও হেড দলকে উড়ন্ত সূচনা এনে দেয়। ওপেনিং জুটি থেকে আসে ১০৮ রান। অভিষেক ৩৪ রানে আউট হলেও, অপরপ্রান্তে থাকা হেডের ঝোড়ো ব্যাটিং অব্যাহত থাকে। প্রোটিয়া ব্যাটসম্যান ক্লাসেনকে নিয়ে এগোতে থাকেন তিনি।
মাত্র ৩৯ বলে শতক হাঁকিয়ে চলতি আইপিএলের দ্রুততম সেঞ্চুরিও করেন হেড। হেডের শতক চলতি আইপিএলে সবচেয়ে দ্রুততম হলেও, আইপিএলের ইতিহাসে এটি চতুর্থ দ্রুততম।
তবে হেড বেশিদূর যেতে পারেননি। ৪১ বলে ১০২ রানে থামে তার ইনিংস। হেড আউট হওয়ার পর তাণ্ডব চালান ক্লাসেন। ২৩ বলে অর্ধশতক হাঁকান এই প্রোটিয়া ব্যাটসম্যান। ৩১ বলে ৬৭ রান করে আউট হন তিনি।
শেষ দিকে মারকামের ১৭ বলে অপরাজিত ৩২ এবং আব্দুল শামাদের ১০ বলে অপরাজিত ৩৭ রানের উপর ভর করে ২৮৭ রানের পাহাড়সম পুঁজি পায় হায়দ্রাবাদ। বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে সফল বলার ছিলেন লকি ফার্গুসন। ৪ ওভারে ৫২ রান খরচায় ২ উইকেট পেয়েছেন তিনি।