শুক্রবার, ০৫ এপ্রিল, ২০২৪
22 Nov 2024 03:24 am
মৃত্যুর দেড় যুগ পার হয়ে গেলেও চিত্রনায়ক মান্নার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। তাইতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর সাহায্যে তাকে আবারো পর্দায় ফেরানো হয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিরিজ ‘ব্ল্যাকস্টোন’ এ তাকে খলনায়কের ভূমিকায় দেখা যায়। কিন্তু বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে তার পরিবার। মান্নার স্ত্রী শেলী মান্না জানান পরিবারের অনুমতি ছাড়াই মান্নাকে পর্দায় ফেরানো হয়েছে। তিনি বলেন, মান্নার ইমেজকে বিক্রি করার উদ্দেশ্যে ওয়েব সিরিজে তাকে ব্যবহার করা হয়েছে। ট্রেলার প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে।
অভিযোগের প্রেক্ষিতে নির্মাতা শাহরিয়ার গালিবের দাবি, তিনি অনুমতি নিতে মান্নার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যার্থ হন। সিরিজে মান্নাকে ১০ সেকেন্ডের জন্য দেখানো হয়েছে। আর এত কম সময়ের ক্ষেত্রে পরিবারের অনুমতি না নিলেও চলে।
এর আগেও বিভিন্ন সময়ে পরিবারের অনুমতি নিয়ে বলিউডের প্রয়াত তারকাদের এআইয়ের মাধ্যমে পর্দায় ফেরানো হয়েছে। বাংলাদেশে এখনো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোনো আইন হয়নি।
তবে একটি খসড়া নীতিমালা করা হয়েছে।