মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪
24 Nov 2024 05:36 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:-তিন মাসের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জিরার দাম কমেছে কেজিতে ৫৫০ টাকা। প্রকার ভেদে ১১৫০ টাকা কেজি দরের জিরা বর্তমান বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। আরও কমতে পারে বলে জানিয়েছেন মসলা ব্যবসায়ীরা। কম দামে জিরা কিনতে পেরে খুশি স্থানীয় সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ ক্রেতারা।
রোববার (৩১ মার্চ) বিকেলে হিলি মসলার বাজার ঘুরে জানা যায়, গতবছর ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি হিসেবে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে। ভারতে জিরার ফলন কম এবং আমদানি কমের অজুহাতে দাম বাড়তে থাকে। সর্বশেষ বিক্রি হচ্ছিল ১১২০ টাকা কেজি দরে।
চলতি বছর ভারতে জিরার ফলন ভালো এবং আমদানি বেশি হওয়ায় দাম কমে গেছে। গত তিন মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজিপ্রতি ৫৫০টাকা।
এর মধ্যে, ভারতীয় আমদানিকৃত কাকা জিরা ৬০০ টাকা, বাবা জিরা ৬২০ টাকা, মধু জিরা ৬২০ টাকা, অমরিত জিরা ৬০০ টাকা, সোনা জিরা ৬৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মসলা কিনতে আসা সোলেমান আলী বলেন, এক বছর ধরে জিরার দাম আকাশছোঁয়া। ১০০ গ্রাম জিরা ৪০ টাকা দিয়ে কিনেছিলাম। সেই জিরা কিনতে হয়েছিল ১০০ টাকায়। বর্তমানে দাম অনেকটা কমে ৬৫ টাকায় কিনছি। যদি আগের দামে কিনতে পারতাম তাহলে ভালো হতো।
হিলি মসলা বাজারে মসলা ব্যবসায়ী শাওন বলেন, গতবছর ভারতে জিরার ফলন কম এবং আমদানি কম হওয়ার কারণে জিরার দাম বাড়তে বাড়তে ১১২০ টাকা কেজি হয়েছিল। বর্তমানে ভারত থেকে নতুন জিরা আমদানি হচ্ছে। তাই দাম কেজিতে প্রায় ৫৫০ টাকা কমে গেছে। ৫৯০ টাকা কেজি দরে কিনে ৬০০ টাকায় বিক্রি করছি। আশা করছি, আগামীতে জিরার দাম আরও কমবে।