মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪
01 Apr 2025 08:48 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি খনন ও মাটি বহনের অপধারে একলাছ হোসেন ওরফে নাজু নামের এক ব্যক্তির দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট।সোমবার (১ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন এই জরিমানা করেন।
জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন এলাকায় একটি মহল দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন এর মাধ্যমে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি ট্রাক্টরের মাধ্যমে রাস্তা দিয়ে বহন করে রাস্তা নষ্ট করে আসছিল। এতে সরকারি পাকা রাস্তার ক্ষতিসাধন হয়। গত সোমবার দুপুরে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ছাতিয়ানগ্রামে ওই স্থানে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি কাটা ও মাটি বহন করার অপরাধে একলাছ হোসেন নাজু নামের এক ব্যক্তির দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি প্রতিনিধি বগুড়া