মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪
07 Jan 2025 10:09 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি, যুবদল সেচ্ছাসেবক, ছাত্রদল ও কৃষক দলের যৌথ উদ্যোগে ও জেলা বিএনপির প্রবাসি কল্যান বিষয়ক সম্পাক ও গোল্ডেন এ্যারো লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নানের সার্বিক সহযোগীতায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ এপ্রিল) আদমদীঘি সদরের একটি চাতালে এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা শহর বিএনপি সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরি হিরু। এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফজলুল বারী তালুকদার, জেলা বিএনপির সহসভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, জেলা বিএনপির প্রবাসি কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সম্পাদক আবু হাসান, এসএম আখতারুজ্জামান মিঠু, শফিকুল ইসলাম খান লিখন, মামুনুর রশিদ, রাকিবুল হাসান, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, নুর আলম সিদ্দীকি রিগ্যানসহ নেতৃবর্গ। পরে সাবেক প্রধান মন্ত্রীর রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি প্রতিনিধি বগুড়া