শনিবার, ৩০ মার্চ, ২০২৪
07 Apr 2025 09:34 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে নাগর নদীতে এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপধারে মামুনুর রশিদ নামের এক বালু ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।এসময় একটি ট্রাক্টর জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এই জরিমানা করেন।
জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন এলাকায় একটি মহল দীর্ঘদিন যাবত নাগর নদীতে এস্কেভেটর (ভেকু) এর মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।এতে ওই নদী এলাকার পাশের আবাদী জমি ও বাড়ি ঘরের ক্ষতিসাধন হয়।বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ওই স্থানে অভিযান চালিয়ে বালু মহল আইনে মামুনুর রশিদ নামের এক বালু ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা আদায় ও বালু বহন কাজে ব্যবহৃত একটি ট্র্াক্টর জব্দ করেন।