বুধবার, ২৭ মার্চ, ২০২৪
24 Nov 2024 05:30 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:-আজ ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে সব ধরণের পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম। ফলে এদিন কোন পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করবে না। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, সারাদেশে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে। ফলে আজ সরকারী ছুটির দিন হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একারণে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দরের মাধ্যমে পণ্য আনা-নেওয়া হবে না। বন্ধের বিষয়টি ভারতের ব্যবসায়ীদের ইতোমধ্যে পত্রের মাধ্যমে জানানো হয়েছে। কাল সোমবার সকাল থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।
হিলি স্থলবন্দরের বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্টের সহ-ব্যবস্থাপক এস এম হায়দার জানান, এদিন সরকারী ছুটির কারণে বন্দরের অভ্যন্তরে পণ্য উঠা-নামা সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। যেসব ভারতীয় ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেসব ট্রাকের পণ্য বুধবার সকাল থেকে খালাস কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল জানান, সরকারী ছুটিতে বন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে এই দুই দেশের মধ্যে ভিসাধারী পাসপোর্টযাত্রীরা অন্যান্য দিনের মতো যাতায়াত করতে পারবেন।
ইমিগ্রেশনের সকল কার্যক্রম সরকারী ছুটির আওতামুক্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক থাকে। এই সময়ের মধ্যে যাত্রীরা চলাচল করতে পারবেন।
এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের একজন রাজস্ব কর্মকর্তা জানান, দুই দেশের মধ্যে পণ্য পরিবহন, পণ্যের পরীক্ষায়ণ ও শুল্কায়ণ সহ অফিসিয়াল কাজকর্ম বন্ধ থাকবে। তবে পাসপোর্ট ব্যাগেজ শাখায় পাসপোর্ট যাত্রীদের ট্রাভেল ট্যাক্স গ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।