বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
07 Apr 2025 11:48 pm
![]() |
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ২টি দোকানে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মার্চ) দুপুরে পৌর বাজার এলাকার দুইটি দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ওষুধ মজুত রাখার কারণে এসব জরিমানা করা হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে পীরগঞ্জ পৌরসভার সাদেক ফার্মেসীর মালিক সাদেকুল ইসলামের ২০ হাজার টাকা, সৃষ্টি ফার্মেসীর মালিক সেবু মন্ডলকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারী পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান বলেন, ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে এই অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর