রবিবার, ১০ মার্চ, ২০২৪
22 Nov 2024 12:14 pm
৭১ভিশন ডেস্ক:- অদ্য ৯ই মার্চ শনিবার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ(সিইউবি)-এর পূর্বাচল স্থায়ী ক্যাম্পাস মাঠে ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মত সিইউবি’র মুখামুখি হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
সিইউবি এডমিন ফ্যাকাল্টি বনাম এনএসইউ এডমিন ফ্যাকাল্টির খেলায় লিয়ন ও সাব্বির কাজীর অসাধারণ বোলিং ও ইমতিয়াজ কবির ও সানজাদ শেখের অসাধারণ ব্যাটিং-এ সহজ জয় পায় সিইউবি। ম্যান অব দা ম্যাচ হন লিয়ন।
এনএসইউ প্রথমে ব্যাট করতে নেমে লিয়ন ও সাব্বির কাজীর বোলিং এর কাছে ধরাশায়ী হয়ে ১৫ ওভারে সংগ্রহ করে ৮৯ রান। তিন ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন লিয়ন। সাব্বির কাজী ও পান ৩ উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০ ওভারে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ইমিতিয়াজ কবির এর ২৬ বলে ৪৬ রান ও সিইউবি আইন বিভাগের প্রধান সানজাদ শেখের ২৫ বলে ৩২ রানে এই সহজ জয় পায় সিইউবি।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত ও নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম এর যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধক্ষ্য ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব খান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউবি'র বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিফতাহুর রহমান।
সকালে প্রথম খেলায় সিইউবি বনাম এনএসইউ শিক্ষার্থীদের মধ্যকার খেলা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সিইউবি ১৫ ওভারে ১৭৮ রানের লক্ষ্য ছুড়ে দেয়। টান টান উত্তেজনার এই ম্যাচে শেষ ওভারে নাটকীয় জয় পায় এনএসইউ।
সকালের খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন আরিফ।
এই দুই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চমৎকার একটি আনন্দময় দিন অতিবাহিত হয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে