রবিবার, ১০ মার্চ, ২০২৪
28 Jan 2025 09:12 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:-লোকসানের আশঙ্কায় টানা ১ মাস বন্ধ রাখার পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি শুরু করেছেন আমদানিকারকেরা।
আজ শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতীয় ৩ টি ট্রাকে ৬৯ মেট্রিক টন আলু বন্দরে প্রবেশ করে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই বন্দর দিয়ে আলু আমদানি করেন আমদানিকারকেরা । তারপর থেকে ৮ মার্চ পর্যন্ত কোনো আলু আমদানি হয়নি। আজ থেকে আবারও আলু আমদানি শুরু করেছে আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক মো: কবির হোসেন বাবু বলেন, আমরা ৩ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু আমদানি করি। কিন্তু আলু আমদানিতে লোকসান দেখা দেওয়ায় ১ মাস আলু আমদানি বন্ধ রাখি। বর্তমানে দেশি আলুর বাজার একটু বেশি হওয়ায় বাজার নিয়ন্ত্রনে রাখার জন্য আবার আলু আমদানি শুরু করেছি। আজ আমরা ৬৯ মেট্রিন টন আলু আমদানি করেছি।
হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি প্রকৌশলী মো: ইউসুফ আলী জানান, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে গেলো ১ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় বানিজ্য মন্ত্রনালয়।
হিলি বন্দরের ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পায়। এরপর ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি শুরু করেন আমদানিকারকেরা। মাত্র ৪ দিন ( ৭ ফেব্রুয়ারি ) পর্যন্ত আলু আমদানি হয়। এরপর আর কোনো আলু আমদানি হয়নি এই বন্দর দিয়ে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা মো: সোহরাব হোসেন মল্লিক বলেন, আজ শনিবার ( ৯ মার্চ) ভারতীয় ৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন আলু ভারত থেকে পোর্টে প্রবেশ করেছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে আলুগুলো দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাবেন আমদানিকারকেরা।