রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
03 Aug 2025 08:07 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- মিয়ানমারের আকিয়াব শহরে আরাকান আর্মির সাথে জান্তা বাহিনীর গোলাগুলিতে কয়েকজন রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
উখিয়া ১ নম্বর ক্যাম্পের বাসিন্দা নুর কামাল এই খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিয়ানমারের আকিয়াব শহরে আরাকান আর্মি গর্ত করার সময় জান্তা বাহিনীর সাথে গোলাগুলি হয়। এতে কয়েকজন রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে।
তিনি আরো বলেছেন, আকিয়াব শহরের মুসলিম পাড়ায় থাকা তাদের আত্মীয়-স্বজনদের বাড়িঘর উগ্রপন্থী মগ এবং জান্তা বাহিনীর সদস্য মিলে মূল্যবান জিনিস ও মালামাল লুট করেছে। এসময় দু’জন রোহিঙ্গা নারীকে ধর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।