রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
24 Nov 2024 11:50 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ তামাকের পরিবর্তে গম ও ভুট্টা চাষে ঝুঁকছেন পলাশবাড়ীর কৃষকেরা। স্বাস্থ্য ঝুঁকি থাকায় ও জমির উর্বরতা শক্তি কমে যাওয়ায় চাষাবাদ পরিবর্তন করে অন্যান্য ফসল চাষ ঝুঁকে পড়ছেন তারা।
‘স্থানীয় সাংবাদিক রিপন বলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের অংশিদারিত্ব মূলক উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।কৃষক কালাম বলেন, দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে কৃষিখাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। কৃষিখাতের কারিগর হচ্ছেন দেশের কৃষক ও কৃষি উদ্যোক্তরা।
এলাকার কৃষক মমিনুর রহমান তার জমিতে আগে তামাক চাষ করতেন । এখন তিনি তামাকের চাষ কমিয়ে গম ও ভুট্টা চাষ করছেন। এসব ফসল উৎপাদনে তাকে সারা, বীজ, জৈবসার, কিটনাশক, সোলার প্রজেক্টের মাধ্যমে সেচ ব্যবস্থাসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। তিনি জানান, আগামীতে তামাককে একেবারেই বিতাড়িত করা হবে। তার মতো সেখানকার অনেকেই গম ও ভুট্টার চাষ করছেন।