বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৪
24 Nov 2024 05:58 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর সংবাদদাতাঃ-জামালপুরে অবৈধ চারটি ইটভাটায় ২৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।বুধবার জামালপুর পৌর এলাকায় ও সদর উপজেলার দুইটি ইউনিয়নের অবৈধ ইটভাটাতে এ অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের ডিডি আব্দুল্লাহ আল মনসুর।
অবৈধ ভাটাগুলো হলো,জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার স্টার -১ ইটভাটা,পৌরসভার জঙ্গলপাড়া দিয়াপাড়া এলাকার কিং ইটভাট,শরীফপুর ইউনিয়নের শীতলকুর্শা এলাকার জীবন ইটভাটা ও দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া মোড় এলাকার নসিব ঢাকা ইটভাটা। ভাটাগুলোর মধ্যে জীবন ইটভাটায় ৫ লক্ষ ও বাকী ভাটাগুলোতে ৬ লক্ষ টাকা করে মোট ২৩ লক্ষ টাকা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
এব্যাপারে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সুকুমার সাহা বলেন,ইটভাটাগুলো ফিক্স চিমনীর, জেলা প্রশাসকের অনুমতি ছিলনা এবং শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় স্থাপিত ছিল। এর আগে ভাটা মালিকদের ডেকে তাদের সঙ্গে শতর্ক মুলক আলোচনাও করা হয়েছিল৷ মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন,জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর বলেন, ইট প্রস্তুত ও ভাটা আইনে শিক্ষা প্রতিষ্ঠানের ১কিলোমিটার সীমানার মধ্যে কোন ইটভাটা স্থাপন করা যাবেনা, এছাড়া ভাটা স্থাপনে ডিসির ও পরিবেশ অধিদপ্তরের আইন না মানলে ইটভাটা ড্রেজার ও ধমকলের পানি দিয়ে তা ধ্বংশ করে দেয়া হবে।