শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৪
25 Nov 2024 12:04 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩২ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পেয়েছেন ৫২ জন আমদানিকারক। দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকার।
আজ শুক্রবার বিকেলে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগোনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি আরও বলেন, হিলি স্থলবন্দরের ৫২ জন আমদানিকারক ৩২ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পেয়েছেন। তবে এলসি খুলতে কিছু সময় লাগে। দ্রুত প্রক্রিয়া শেষ করে ভারত থেকে আলু আমদানি শুরু হবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহীনুর রেজা শাহিন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।
আমরা হিলির ৫২ জন ব্যবসায়ী অনুমতি পেয়েছি। দ্রুত ভারত থেকে আলু আমদানি করা হবে। তবে আগামী ৩ ফেব্রুয়ারী শনিবার ভারত থেকে আলু আমদানি হতে পারে। ফলে দেশের বাজারে আলুর দাম অনেকটাই কমে যাবে।
এদিকে বৃহস্পতিবার (২) ফেব্রুয়ারী বিকেল ৪ টায় হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রকারভেদে দেশীয় আলু ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।