সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
22 Nov 2024 03:48 pm
বিপিএলে ধারাবাহিকতা বজায় রাখল খুলনা টাইগার্স। অপরাজিত তকমা নিয়ে মাঠে নেমে আরও এক জয় তুলে নিয়েছে এনামুল হক বিজয়ের দল। ব্যাটে-বলে ঢাকাকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারুণ্যে ভরপুর দলটি।
সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ১০ উইকেটে হারিয়েছে খুলনা। ঢাকার দেয়া ১৩১ রান তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।
লক্ষ্যতাড়ায় নেমে দলীয় খুলনার দুই ওপেনার এভিন লুইস এবং এনামুল হোক বিজয় দারুণ শুরু করেন। চোট পেয়ে ব্যক্তিগত ২৬ রানে স্বেচ্ছাবসর নেন লুইস। তবে কোনো বিপদ আসতে দেননি বিজয়। আফিফ হোসেনকে নিয়ে ৮১ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
এর এগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুব এবং মোহাম্মদ নাইমের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় ঢাকা। ৯ ওভারে দুজন মিলে যোগ করেন ৭৫ রান। দুর্দান্ত ব্যাটিং করেছেন নাইম। প্রায় ২০০ স্ট্রাইক রেটে করেন ৪১ রান। নবম ওভারের শেষ বলে আফিফ হোসেনের শিকার হয়ে ফেরেন এই ব্যাটার।
নাইমের বিদায়ের পর সাইমও টিকতে পারেননি বেশিক্ষণ। ৩৭ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজে অসাধারণ পারফর্ম করা আফগান ব্যাটার গুলবাদিন নায়েব করেন মোটে ৩ রান।
মোহাম্মদ নেওয়াজের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকার মিডল অর্ডার। ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেনদের দাঁড়াতেই দেননি তিনি। ৭৫ রানে প্রথম উইকেট হারানো ঢাকা পরের ৮ উইকেট হারায় মাত্র ৩৯ রানে।
একসময় অলআউট হওয়ার শঙ্কা তৈরি হলেও আরাফাত সানি এবং শরিফুল ইসলাম তা হতে দেননি। শেষ উইকেট জুটিতে ১৬ রান যোগ করেন তারা। ১৪ বলে ১৫ রান করে অপরাজিত ছিলে সানি। তাতে ১৩০ রানের থামে ঢাকা।
খুলনার হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ। ১৩ রানে ২ উইকেট নিয়েছেন নেওয়াজের জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ ওয়াসিম। বাংলাদেশের তরুণ মুকিদুল ইসলাম নিয়েছেন ২ উইকেট।