বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
31 Jul 2025 12:00 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ সাদুল্লাপুর জেলার সাদুল্লাপুর সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ কেজি গাঁজা জব্দ করেছে ডিবি পুলিশ।
আটক জহুরুল ইসলাম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে এ তথ্য নিশ্চিত কবে বলেন সে ইউপি সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। এর আগে একাধিকবার ধরা পড়ছিলেন এই মাদক সম্রাট জহুরুল।
গাইবান্ধা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাসানপাড়া গ্রামের পলাতক আসামি সাদেকুল ইসলাম বাবলুর বসতবাড়ির ভেতর থেকে ৫ কেজি শুকনো গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি জহুরুল ইসলামকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।