শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
25 Nov 2024 01:16 am
খোকন হাওলাদার,সাভার (ঢাকা) প্রতিনিধি:-রাজধানীর সাভার-আশুলিয়ার বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। সাভারের অনেক স্থানে দিনের বেশির ভাগ সময়ই গ্যাস থাকে না। রাতে কিছুটা পাওয়া গেলেও তার উত্তাপ খুবই নগণ্য।
আবাসিক এলাকায় এমন গ্যাস-সংকট দেখা দেওয়ায় অনেকেই রান্না করতে পারছেন না। বিষয়টি সাভারবাসী একাধিকবার তিতাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও এ সমস্যার সমাধান হয়নি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই বছর ধরে সাভার উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস পাচ্ছেন না তারা। সারাদিন এবং সন্ধ্যা পেরিয়ে গেলেও কোনো কোনো এলাকায় গ্যাস আসে রাত ১১টা নাগাদ। আবার কোনো কোনো এলাকায় রাত ১২টাতেও লাইনে গ্যাসের চাপ থাকে না। এভাবে দিনের পর দিন বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বিঘিœত হওয়ায় রান্নাবান্নাসহ ঘর গেরস্থালির কাজ নিয়ে বিপাকে পড়েছেন এলাকার মানুষ। নিরূপায় হয়ে অনেকেই এলপি গ্যাস, বৈদ্যুতিক চুলা ও মাটির তৈরি চুলা দিয়ে রান্নার কাজ সেরে নিচ্ছেন।
আশুলিয়ার ভাদাইলে এক বাসিন্দা সুজন জানান, বাসাবাড়িতে সারা দিনে দুই ঘণ্টাও ঠিকমতো গ্যাস পাওয়া যায় না। আর গ্যাসের চাপ এতটাই কম থাকে যে পানিও গরম করা যায় না। অথচ আমাদের নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করতে হচ্ছে। এ সংকট নিরসনে অনতিবিলম্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নামপ্রকাশ না করার শর্তে এক ব্যাক্তি জানান, এলাকায় বৈধভাবে গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকলেও টাকা দিলেই মিলছে অবৈধ সংযোগ। তবে অবৈধভাবে এ সব গ্যাস সংযোগ রয়েছে সেই সব গ্যাস লাইনেই রান্না করা যায়, কিন্তুু বৈধ লাইনে গ্যাস থাকেনা। কারণ কি। পোশাক শ্রমিক রাশেদা বেগম জানান, কোনো ধরনের ঘোষণা ছাড়াই সকাল থেকেই গ্যাস থাকে না। এটাকেই নিয়তি ধরে নিয়েছি।
আশুলিয়ার এক বাসিন্দা মোছাঃ সুরজিনা আক্তার জানান, আবাসিক এলাকায় বৈধভাবে গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকলেও টাকা দিলেই মিলছে অবৈধ সংযোগ। তবে অবৈধভাবে এসব গ্যাস সংযোগে স্থানীয় অসাধু চক্র জড়িত রয়েছে বলে সাভার তিতাস গ্যাস সূত্রে জানা গেছে।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ খাদেম উদ্দিন জানান, জাতীয় পর্যায় থেকে গ্যাস সরবরাহ কম হওয়ায় এ অ লের আবাসিক এলাকাগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস বিতরণ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে। গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে যে পার্থক্য এর জন্যই সমস্যাটা বেশি হচ্ছে।