মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
22 Nov 2024 03:44 pm
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম টুর্নামেন্টের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। ৩ দিন পর মাঠে গড়াবে খেলা। এবার ২০০ টাকায় স্টেডিয়ামে বসে দেখা যাবে বিপিএলের ম্যাচ।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিপিএলের টিকিটের দাম প্রকাশ করে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ঢাকা পর্বে টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। এই টিকিটে গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।
ভিআইপি গ্যালারির টিকিট পাওয়া যাবে ১৫০০ টাকায়। ক্লাব হাউজের টিকিটের দাম ৮০০ টাকা। গ্যালারির উত্তর এবং দক্ষিণ স্ট্যান্ডের দাম সমান, ৪০০ টাকা। সবচেয়ে কম খরচে খেলা দেখা যাবে ইস্টার্নস্ট্যান্ডে। গ্যালারির এই অংশে বসে ২০০ টাকা দিয়ে খেলা দেখা যাবে।
বিপিএল মাঠে গড়াবে আগামী ১৯ জানুয়ারি। ১৬ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে। মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।