শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
25 Nov 2024 08:58 am
৭১ভিশন ডেস্ক:- পাকিস্তানের ক্রিকেট মানেই যেন বিতর্ক। ওয়ানডে বিশ্বকাপ থেকেই ব্যর্থতার বৃত্তে বাবর আজমরা। টিম ম্যানেজমেন্টে বড় পরিবর্তন এনে অস্ট্রেলিয়া সফর দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল। কিন্তু তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।
তাসমান সাগরের অন্য পাড়ে নিউজিল্যান্ডে সফলতার খোঁজে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিলেন শাহিন আফ্রিদিরা। প্রতিপক্ষ বদলেছে, কিন্তু ফল একই।
কিউইদের বিপক্ষে অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৬ রানে হেরেছে পাকিস্তান। আগে বোলিং করতে নেমে স্বাগতিক ব্যাটারদের কাছে বেধড়ক মার খেয়েছেন শাহিন-হারিস রউফরা। ড্যারিল মিচেল ও কেইন উইলিয়ামসনের অর্ধশতকে ২২৬ রান তোলে নিউজিল্যান্ড। তাড়া করতে নেমে ১৫তম ওভার পর্যন্ত ম্যাচে থাকলেও শেষ দিকে খেই হারিয়ে ১৮০ রানেই গুটিয়ে যায় বাবর আজমরা।
এমন হারের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও বাবরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের এক জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক। পাকিস্তানের বল নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক এজাজ বাখরি জানিয়েছেন মাঠে শাহিন নাকি বাবরের সঙ্গে কোনো ধরনের কথা বলেননি। এছাড়াও তিনি জানান বোলাররা যখন বেধড়ক পিটুনি খাচ্ছিল তখন শাহিন কারো সঙ্গেই পরামর্শ করেননি।
তিনি আরও জানান, মাঠের মধ্যে এক প্রকার বিচ্ছিন্ন ছিলেন আফ্রিদি, দলের মধ্যে ছিল না কোনো ধরনের একতা। বাখরি আরো জানান,শাহিন ও বাবরের মধ্যে এমন দূরত্ব তৈরির পেছনে দায়ী বোর্ড প্রধান জাকা আশরাফ।
ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই পাকিস্তানের ক্রিকেটে বদলের ডাক এসেছে। বাবর আজমের অধিনায়কত্ব থেকে সরে যাওয়া, প্রধান নির্বাচকের পদত্যাগ… কী ঘটেনি গেল বছর! সেই সব ব্যর্থতার গল্প পেছনে ফেলে নতুন পরিকল্পনা নিয়ে দল সাজিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তবে অস্ট্রেলিয়া সফরে সেই ব্যর্থতাই জুটেছে। নিউজিল্যান্ড সফরে এসেও প্রথম ম্যাচেই হার।
এমন পরিস্থিতিতে দুই তারকা ক্রিকেটারের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে। এছাড়াও টি-টোয়েন্টিতে নিজের ফেভারিট ব্যাটিং পজিশন ওপেনিং থেকে বাবর আজমকে সরিয়ে দেওয়া হয়েছে।