মঙ্গলবার, ০৯ জানুয়ারী, ২০২৪
08 Apr 2025 04:43 am
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর সংবাদদাতাঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনের সময় জামালপুর-২ (ইসলামপুর) আসনের একটি কেন্দ্রে ঘুষ গ্রহণের দায়ে চৌধুরী কুদরত ই খোদা নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ। নির্বাচনে ২৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তাকে সেখান থেকে উদ্ধার করেন ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান।
সহকারী প্রিজাইডিং অফিসার চৌধুরী কুদরত ই খোদা উপজেলার গঙ্গাপাড়া গ্রামের মৃত ফজলে রাব্বী চৌধুরীর ছেলে। তিনি শশারিয়াবাড়ি খানপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার।
ঘুষগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। পরে এ ঘটনায় রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাত ১ টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসেন।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন,’ওই সহকারী প্রিজাইডিং অফিসারকে ২৫ হাজার টাকাসহ আটক করেছিল স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। গতকাল সন্ধ্যায় জামালপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ আরপিও এর ৭৩(২খ) ধারায় তাকে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।’