মঙ্গলবার, ০৯ জানুয়ারী, ২০২৪
03 Aug 2025 04:55 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একদিন বন্ধের পর ভারতের সঙ্গে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একদিন বন্ধের পর আজ দুপুর ১২ টা থেকে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো আজও স্বাভাবিক আছে।