সোমবার, ০৮ জানুয়ারী, ২০২৪
24 Nov 2024 01:40 pm
৭১ভিশন ডেস্ক:- লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে জিততে পারবে না ইসরাইলি সেনাবাহিনী।এ কারণে লেবাননের সঙ্গে যুদ্ধে না জড়ানোর জন্য ইসরাইলি কর্মকর্তাদের সতর্ক করেছে হোয়াইট হাউস। মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) এক মূল্যায়নে উঠে এসেছে, ইসরাইলি সেনাবাহিনী যদি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ায়, তাহলে সেই যুদ্ধে জয়ী হওয়া তাদের জন্য খুব কঠিন হবে।
কারণ হিসেবে বলা হয়েছে, গাজায় তিন মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালানোর ফলে ইসরাইলের সামরিক রসদ এখন শেষ হওয়ার পথে। লেবাননের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে তা দ্রুতই শেষ হয়ে যাবে।
মার্কিন গোয়েন্দা সংস্থাটির এই মূল্যায়নের বিষয়টির সম্পর্কিত দুই ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে এসব তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে বলেছে সংবাদমাধ্যমটি। তবে এ নিয়ে এখন পর্যন্ত ডিআইএর মুখপাত্র কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
হামাসের হামলার প্রতিবাদে তিনমাস ধরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। যুদ্ধ শুরু থেকেই হামাসকে সমর্থন জানিয়ে ইসরাইলে রকেট হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
তবে সম্প্রতি লেবাননে ইসরাইলি হামলায় হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল আরৌরি নিহত হওয়ার পর হামলা আরও জোরদার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
শনিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, সালেহ আল অরৌরি হত্যার জবাবে ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৬২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবানন। অন্যদিকে ইসরাইল স্পষ্ট করেছে, শিগগিরই তারা লেবাননে একটি বড় ধরণের সামরিক অভিযান শুরু করতে পারে।
ইসরাইল ও হিজবুল্লাহর এই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ফলে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে চলমান এই উত্তেজনা নিয়ন্ত্রণে বর্তমানে মধ্যপ্রাচ্যে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।