শনিবার, ০৬ জানুয়ারী, ২০২৪
24 Nov 2024 02:23 am
৭১ভিশন ডেস্ক:- ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তির চারটি কৃষি জমি নিলামে তুলছে ভারত সরকার। আজ শুক্রবার এ নিলাম অনুষ্ঠিত হবে। এগুলোর ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৯ লাখ রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বাকে গ্রামে দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তির অংশ ওই জমিগুলো। এ নিলামে কতজন অংশ নেবে তা এখনো স্পষ্ট করে বলা হয়নি। তবে এতে নিশ্চিতভাবে উপস্থিত থাকবেন আইনজীবী ও শিব সেনার সাবেক সদস্য অজয় শ্রীবাস্তব। এর আগেও এই ব্যক্তি দাউদ ইব্রাহিমের তিনটি সম্পত্তি কিনেছিলেন। তবে এগুলো নিয়ে এখনও পর্যন্ত আইনি জটিলতা রয়েছে। এসব সম্পত্তির অধিকার পাননি শ্রীবাস্তব। তিনি অবশ্য মনে করেন দ্রুত এই সম্পত্তির মালিকানা তিনি পেয়ে যাবেন।
২০২০ সালেই অজয় একটি দাউদের একটি বাংলো কিনেছিলেন। সেটি একটি সনাতন ধর্ম পাঠাশালা ট্রাস্টের হাতে তুলে দিয়েছেন। যদিও এখনও বিদ্যালয় নির্মাণের কাজ শুরু হয়নি।
১৯৯৩ সালের মুম্বাই বোমা বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম মুম্বাকে গ্রামেই জন্মেছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক রয়েছেন।