শনিবার, ০৬ জানুয়ারী, ২০২৪
25 Nov 2024 02:28 pm
৭১ভিশন ডেস্ক:- পানির ৯৮ ফুট নিচে গিয়ে মডেল মারিসা ক্লাপস ফটোশুট করে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। ফটোগ্রাফার স্টিভেন হেইনিং ও গভীর জলের নিরাপত্তা ডাইভার মারিও ম্যাডারেভিকের সহায়তায় কানাডার ওন্টারিওর জর্জিয়ান উপসাগরের লেক হারনের তলদেশের গিয়ে এই ফটোশুট করেন।
এর আগের রেকর্ডটি ছিল পানির ৭৭ ফুট নিচে গিয়ে ফটোশুটের। নায়াগ্রার দুই এর কাছে একটি একটি জাহাজের ধংসাবশেষের নিকটে ১৬ মিনিটব্যাপী এই ফটোশুট করেন।
প্রথম গভীরতম পানির নিচে মডেল ফটোশুটের রেকর্ডের ঠিক দুই বছর পরে, স্টিভ হেইনিং এবং তাঁর ক্রুরা পানির আর নিচে ফটোগ্রাফি করে পূর্বের রেকর্ড ভেঙে ফেলেন।