শনিবার, ০৬ জানুয়ারী, ২০২৪
28 Nov 2024 05:23 am
৭১ভিশন ডেস্ক:- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অবস্থিত খান ইউনিস শহরে দখলদার ইসরায়েলের বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয় শিশুও রয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশ্বের শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় নিহত শিশুদের সকলেরই বয়স ১০ বছরের কম ছিলো।
এদিকে এ হামলা সম্পর্কে সরাসরি মন্তব্য করেনি ইসরায়েল, তবে তারা খান ইউনিসে একটি বিমান হামলা চালানোর খবর দিয়েছে।তারা বলেছে, ওই হামলায় বোমা স্থাপনের চেষ্টারত তিনজন নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আরো জানিয়েছে, তাদের স্থলবাহিনীর হামলায় কাছাকাছি একটি ভবনে আরো দুজন নিহত হয়।
বৃহস্পতিবার ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের হিজবুল্লাহকে লক্ষ্য করে নতুন হামলার এবং লেবানন থেকে ইসরায়েলের দিকে নতুন আন্তঃসীমান্ত রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে।
হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এক টিভি ভাষণে লেবাননে হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করার এক দিন পর এ হামলা হলো।
ড্রোন হামলায় বৈরুতে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা নিহত হওয়ার পর নাসরাল্লাহ এই মন্তব্য করেন।
হামাস এবং ওই অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা সালেহ আল-আরৌরির হত্যার জন্য ইসরায়েলের ড্রোন হামলাকে দায়ী করেছেন। তবে ইসরায়েল সরাসরি এই দায় স্বীকার করেনি।
বুধবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বলেন, ৭ অক্টোবরের হামলায় জড়িত হামাস সদস্যরা যেখানেই থাকুক না কেন মোসাদ তা খুঁজে বের করবে।
সূত্র: আল-জাজিরা, মিডল ইস্ট মনিটর