বুধবার, ০৩ জানুয়ারী, ২০২৪
07 Apr 2025 09:23 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করার অপরাধে আব্দুল কাদের ভূইয়া আকাশ নামের এক ঠিকাদারকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা হেডকোয়ার্টার চত্বরে ওই আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম।
জানা যায়, ওই সময় তানজিলা তাসনিম উপজেলার কালির বাজারের বিভিন্ন পয়েন্টে দাড়িয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। এ সময় স্থানীয় ঠিকাদার আব্দুল কাদের ভূইয়া আকাশ সেখানে মোটরসাইকেল নিয়ে উপস্থিত হন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ব্যবহৃত মোটরসাইকেলের কাগজ দেখাতে ও হেলমেট না পড়ার কারণ জানতে চাইলে আব্দুল কাদের ভূইয়া আকাশ উত্তেজিত হয়ে উঠেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিভিন্ন তর্কে লিপ্ত হন। এ অবস্থার পরিপ্রেক্ষিতে থানা পুলিশের সহযোগিতা নিয়ে তাকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন। পরে স্থানীয় জনতা পরিষদের গেটের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি খুবই উত্তেজিত হয়ে ওঠায় থানা পুলিশ উপজেলা চত্বরে এসে বিক্ষোভকারীদের সড়ক থেকে সড়িয়ে দেয়।
পরে ফুলছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে আব্দুল কাদের ভূইয়া আকাশকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।