মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০২৪
24 Aug 2025 05:26 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শ্রমিক কর্মচারীদের করা মামলায় ড. ইউনুসের সাজা হয়েছে। এখানে সরকার কোনো হাত নেই। অথচ একটি মহল এই মামলার রায়কে ঘিরে দেশে-বিদেশে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রামের দেওয়ান বাজারের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ড. ইউনুসের মামলার রায়কে ঘিরে দেশে-বিদেশে সরকারকে প্রশ্নবিদ্ব করা হচ্ছে। অথচ সরকার এই মামলা করেনি। আদালত স্বাধীনভাবে তাদের কাজ করেছে। একটি মহল বিষয়টিকে অন্যভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, আমাদের দেশে কিছু লোক আছে, তারা দেশের প্রতিনিধিত্ব করে না। তারা বিদেশিদের প্রতিনিধিত্ব করে। তারা মিশনে মিশনে পার্টিতে যায়, আবার বিভিন্ন দেশের সংস্থা থেকে অর্থ পায় এবং ট্যুরে যায়। তারা তাদের প্রতিনিধিত্ব করে। তারা যেটি বলে সেটিই করে। দুর্ভাগ্য হচ্ছে, আমরা তাদের বক্তব্যগুলো ভালো করে প্রচার করি। এটা না দিলে কিন্তু তাদের বাজার মূল্যটা কমে যেত। আমরাই বাজার মূল্যটা বাড়িয়ে দেই।