রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
24 Nov 2024 03:26 am
৭১ভিশন ডেস্ক:- ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চার ব্যক্তিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশটির বিচার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ইরানের বিচারিক বিভাগের ওয়েবসাইট মিজানে বলা হয়েছে, ইহুদিবাদী সরকারের (ইসরায়েলের) সঙ্গে সংশ্লিষ্ট একটি নাশকতাকারী দলের চার সদস্যের মৃত্যুদণ্ড শুক্রবার কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা মোসাদের নির্দেশনায় ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করেছেন।
চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তাদের বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রমাণ হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
দুই সপ্তাহ আগে ঠিক একই অভিযোগে এক ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও চার গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে নিজ নাগরিকদের যেকোনো ধরনের সংশ্লিষ্টতাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে মধ্যপ্রাচ্যের দেশটি।