রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
29 Nov 2024 10:43 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুলের বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণের অভিযোগ এনে তার বদলির দাবিতে সিইসি বরাবরে আবেদন জানিয়েছেন স্থানীয় ২১ সাংবাদিক।
শনিবার (৩০ ডিসেম্বর) গাইবান্ধার সাংবাদিকরা সিইসির মেইলে এ অভিযোগ পাঠান।তাদের আবেদনে উল্লেখ করা হয়,স্থানীয় প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়ন সাংবাদিকতা করা হয়ে আসছে। সরকার ও প্রশাসনের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরা হচ্ছে। কিন্তু গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুল জেলায় যোগদানের পর থেকেই স্থানীয় সাংবাদিকদের এড়িয়ে চলছেন। সংবাদ সংক্রান্ত বক্তব্য নেওয়ার জন্য ফোন করলে তিনি সাংবাদিকদের ফোন ধরেন না।
তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তার নিয়োজিত এপিএস (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) এর কাছে চিরকুটের মাধ্যমে সাক্ষাতের বিষয় উল্লেখ করতে হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাওয়া যায় না। এমনকি তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কোনো সাংবাদিক প্রবেশ করলে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসকের কারণে তার কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর সাংবাদিকদের সঙ্গে আচরণও নেতিবাচক বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনকারী সাংবাদিকদের মধ্যে ফেরদৌস জুয়েল ও বিপ্লব ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৭ ডিসেম্বর ইসি রাশেদা সুলতানার আশ্বাসের পরও রির্টানিং কর্মকর্তা ফোন ধরছেন না। বর্তমানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সংবাদ তৈরিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের বক্তব্য না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।