শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
21 Aug 2025 10:49 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকে খুব করে পেতে চেয়েছিল ব্রাজিল। এই ইতালিয়ান অবশ্য বরাবরই বলে আসছিলেন, থাকতে চান তিনি রেয়াল মাদ্রিদেই। তারপরও জল্পনা-কল্পনা থেমে ছিল না। অবশেষে সেসবের ইতি। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন আনচেলত্তি।
চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাজয়ী ক্লাবটি শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে, সান্তিয়াগো বের্নাবেউয়ে ২০২৬ সাল পর্যন্ত থাকবেন আনচেলত্তি।
চলতি মৌসুমে এখনও সব শিরোপা লড়াইয়ে আছে রেয়াল। লা লিগায় ১৮ রাউন্ড শেষে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে উঠেছে নকআউট পর্বে।