বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
22 Aug 2025 10:51 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য বয়স তাহলে শুধুই সংখ্যা! ৩৮ বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও পর্তুগিজ মহাতারকার পারফরম্যান্সে ভাটার টান লাগার কোনো লক্ষণ নেই। এই বয়সেও ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো!
মঙ্গলবার সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসরের ৫-২ ব্যবধানের জয়ে পেনালটি থেকে জোড়া গোল করে চূড়ায় উঠেছেন সিআর সেভেন। এ বছর ক্লাব ও দেশের হয়ে সর্বোচ্চ ৫৩ গোল এখন রোনালদোর। তিনি টপকে গেছেন বার্য়ান মিউনিখের হ্যারি কেইন ও পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে। দুজনের গোল ৫২টি করে।
এছাড়া ম্যানসিটির আর্লিং হলান্ড করেছেন ৫০ গোল। আপাতত চোট নিয়ে মাঠের বাইরে হলান্ড। অন্যদিকে কেইন ও এমবাপ্পের এ বছর আর কোনো ম্যাচ নেই। রোনালদোর শীর্ষে থাকা তাই নিশ্চিত।