রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
03 Dec 2024 11:35 pm
অদ্য ২৩/১২/২০২৩ খ্রি. রাত ০২.৩০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পূর্বপাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দুই দফায় মোট ৪৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ জালাল উদ্দিন(২০), পিতা-মোঃ ইসলাম উদ্দিন, মাতা-মোছাঃ সাহেরা খাতুন, সাং-মশালডাঙ্গী, পোস্ট-সমীরনগর, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও ।
২। মোছাঃ ছামিনা বেগম @ ববিতা @ ববি (৩৮), স্বামী-মোঃ ময়নুল ইসলাম @ ইগুল, সাং-দক্ষিণ বালাপাড়া (আমতলা আমিনুর মেকারের পাসের বাড়ি), পোস্ট-মহিষখোচা, পিতা-মোঃ ছমির উদ্দিন, সাং-ভাদাই আদর্শ বাজার, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করা হয়।যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১৩৫,০০০/- টাকা।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ এবাদ আলী মোল্লা এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) আবু হানিফা, এএসআই(নিঃ)মোঃ রেজাউল করিম, এএসআই(নিঃ)মোঃ মজিবর রহমান, কং/মোঃ ইবনে খালিদ, কং/পারভেজ হোসেন, কং/মোঃ জাহিদ হাসান, কং/এসএম মোস্তাক আহমেদ সৈকত, কং/মোঃ শামীম ইকবাল এবং নারী কং/সেবিকা রানী এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) একটি মামলা দায়ের করা হয়েছে।