শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
22 Nov 2024 04:28 am
এম.এ আরিফ চৌধুরী:- "জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়... যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় !!
এমনই একজন থাকুক যার চোখের দিকে তাকালে ভরসা করা যায়... যার হাসিতে আস্থা খুঁজে পাওয়া যায়... মানুষটা আর যাই হোক অন্তত অন্য সবার মতো ভুল বুঝবে না... অন্য কারো সাথে তুলনা করে কথার আঘাত দিবে না !!
প্রিয় মানুষ হোক কিংবা বন্ধু হোক এমন একজন থাকুক যে কখনো মানসিক আঘাত দিবে না... যার কাছে নিজের কোনো কিছু লুকাতে হবে না... নির্ধিদায় মানুষটাকে বলে দেয়া যাবে সব... মানুষটা হবে জীবনের একটা অন্যতম অংশ !!
এমনই একজন থাকুক যে মানুষটাকে বিশ্বাস করে কখনো ঠকতে হবে না... বরং নিজেকে বিশ্বাস করতে না পারলেও ঐ মানুষটাকে ঠিকই বিশ্বাস করা যাবে... চারপাশে প্রতারকদের ভীরে শুধুমাত্র একজন বিশ্বাসী মানুষ জীবনে থাকুক !!
আমাদের সবার জীবনেই কেউ না কেউ ঠিকই আছে, তবে সবাই কিন্তু ঐ মানুষটাকে নিয়ে মানসিক শান্তিতে নেই... কারো রুপ কিংবা অধিক টাকা থাকলেও মানসিক শান্তি আসে না... মানসিক শান্তি আসে মানুষের ব্যবহারে, মানুষের আচার আচরণে কিংবা কাজে !!
জীবনে শত বন্ধু থাকুক তবে মানসিক শান্তি খুঁজে পাওয়া যাবে এমন বন্ধু যদি একজনও না থাকে, তাহলে শত বন্ধু থেকেও না থাকার সমান... অপর দিকে মানসিক শান্তি পাওয়া যায় এমন একজন বন্ধু থাকলেও আরো কোনো বন্ধুর প্রয়োজন নেই !!
জীবনে এমন একজন মানুষ আসুক যার সাথে পূর্বের অন্য কারোর মিল থাকবে না... মানুষটা থাকবে একদমই আলাদা... মানসিক শান্তি হয়ে এমন কেউ আসুক, যে শুধু আসবেই কিন্তু কখনো ছেড়ে যাবে না... পাশে থাকবে আজীবন !