শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
25 Nov 2024 12:14 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-জেলার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদের রাস্তার প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ১০টি ইউক্লিপ্টার্স গাছ কোন কাগজপত্র ছাড়াই কর্তন করেন স্থানীয় ছ'মিল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। ইউনিয়নের ফকিরহাট বাজারে রাজ্জাকের একটি ছ'মিল রয়েছে বলে জানা যায়।
জানা যায়,উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া মৌজায় অবস্থিত ইউনিয়ন পরিষদের রাস্তায় থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ১০টি ইউক্লিপ্টার্স গাছ ছ'মিল ব্যবসায়ী রেজাউল ইসলামের নিকট বিক্রি করে স্থানীয় বাসিন্দা ভোলা শেখ ওরফে স্বাধীন মাষ্টার।এরপর তার সহযোগীতায় গাছ কেটে গুলো কর্তন করেন ছ'মিল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।রাজ্জাকের নিজেস্ব ছ'মিল থাকার সুবাদে মাঝে মধ্যেই অবৈধভাবে ইউনিয়ন পরিষদের রাস্তার গাছ কর্তন করে বলে স্থানীরা জানান।
এব্যাপারে পবনাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর বেগমকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি স্থানীয় স্বাধীন মাষ্টার গাছগুলো ছ'মিল ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের নিকট বিক্রি করেছে এবং উক্ত রাজ্জাক গাছ কর্তন করেছে। আমি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গাছগুলো জব্দ করেছি। গাছ গুলো রাস্তার কিনা আমি বলতে পারছিনা। পরবর্তীতে সার্ভেয়ার দ্বারা মেপে গাছগুলো রাস্তার হলে গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। গাছ গুলো জব্দ করার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি। গাছগুলোর রাস্তর হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।