বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
21 Aug 2025 09:06 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ফুটবলের মাঠে দুর্দান্ত সময় কাটছে আর্জেন্টিনার। চলতি বছর একের পর এক ম্যাচে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। সেই ধারাবাহিকতায় ফিফা র্যাংকিংয়েও শীর্ষস্থান ধরে রেখে বছর শেষ করতে যাচ্ছে লিওনেল মেসির দল।
বৃহস্পতিবার ২০২৩ সালের সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর পরই রয়েছে কাতার বিশ্বকাপের রানার্স-আপ দল ফ্রান্স এবং তিনে অবস্থান করছে ইংল্যান্ড।
সর্বশেষ নভেম্বরের র্যাংকিংয়েও এই তিন দলই ওপরের দিকে ছিল। এই এক মাসে র্যাংকিংয়ের শীর্ষ দশেই কোনো পরিবর্তন আসেনি।
ফিফার নতুন র্যাংকিংয়ের তালিকায় স্পেন চতুর্থ এবং ব্রাজিল পঞ্চম স্থানে থেকে ২০২৪ সাল শুরু করবে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮৩ নম্বরে।