রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
22 Nov 2024 12:59 pm
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্র পথ হারিয়ে ফেললে সাংবাদিক পথ দেখাতে পারেন। রাষ্ট্রের বিকাশে ভালো সাংবাদিকের বিকল্প নেই। এই সরকার গণমাধ্যমকে বিকাশে কাজ করছে। পত্রিকা সাড়ে চার’শর জায়গায় বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১২শ। অপরদিকে টেলিভিশন ১০টির জায়গায় হয়েছে ৩৫টি। রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় ভুঁইফোড় গণমাধ্যমের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অনেক ভুঁইফোড় অনলাইন পোর্টালের সঙ্গে আজকাল মূলধারার গণমাধ্যমকে গুলিয়ে ফেলা হচ্ছে। সেক্ষেত্রে একটা শক্ত শৃঙ্খলা থাকা উচিত। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পরিবেশ থাকাটাও জরুরি বলে মনে করেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমের একটি অনুষ্ঠান, একটি রিপোর্ট সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। এমনকি একটি আইনকেও বদলে দেবার ক্ষমতা রাখে সাংবাদিকের কলম।
বাংলাদেশে যারা দিনের পর দিন আগুন-সন্ত্রাস ও চোরাগোপ্তা হামলা চালিয়ে মানুষের অধিকার নষ্ট করছে, তারাই প্রেস ক্লাবের সামনে মানবাধিকার দিবস পালন করছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।