রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
22 Nov 2024 01:15 pm
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সময় নিকট অতীতে এতটা বাজে কাটেনি। চেলসি, টটেনহ্যাম হটস্পার ও লিভারপুলের সঙ্গে ড্রয়ের পর অ্যাস্টন ভিলার কাছে হার! রবিবার লুটন টাউনের মাঠে গিয়েও হারের শঙ্কায় পড়েছিল সিটিজেনরা। তবে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ঘুরে দাঁড়ায় তারা। তাতে ২-১ গোলে স্বস্তির জয় নিয়ে ঘরে ফিরেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
আর্লিং হাল্যান্ডকে ছাড়া মাঠে নেমে প্রথমার্ধে বেশ ভুগেছে ম্যানসিটি। লুটনের গোলকিপার থমাস কামিনস্কি দারুণ সেভে তাদের ব্যর্থ করতে থাকেন। ২ মিনিটে ফিল ফডেনের শট গোলবারের পাশ দিয়ে পাঠান তিনি। রদ্রিকে ১৮ মিনিটে রুখে দেন স্বাগতিক কিপার।
বিরতির আগে কেনিলওর্থ রোডের গ্যালারি উল্লাসে ফেটে পড়ে। প্রথমার্ধ শেষের বাঁশি বাজার কিছুক্ষণ আগে এলিজা আদেবায়ো লিড এনে দেন। আন্দ্রোস টাউনসেন্ডের ক্রসে বক্সের মধ্যে হেড করে জাল কাঁপান তিনি।
২০১৯ সালের পর প্রথমবার লিগে টানা তৃতীয় ম্যাচে পেছনে পড়ে ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল তারা। ৫৮ মিনিটে রুবেন দিয়াসের শট আটকে দেন কামিনস্কি। ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর সিটিজেনরা হালে পানি পায়।
৬২ মিনিটে বার্নার্ডো সিলভা বাঁ পায়ের নিচু শটে কামিনস্কির প্রতিরোধ ভাঙেন। সমতায় ফেরার তিন মিনিট যেতেই গোলমুখের সামনে বাড়ানো জুলিয়ান আলভারেজের ক্রসে বল জালে পাঠান জ্যাক গ্রিলিশ, করেন ক্যারিয়ারের ৫০তম গোল।
পাঁচ ম্যাচে প্রথম জয়েও চতুর্থ স্থান থেকে উপরে উঠতে পারেনি ম্যানসিটি। তবে শীর্ষে থাকা লিভারপুলের (৩৭) সঙ্গে পয়েন্টের ব্যবধান চারে নামিয়েছে। ১৬ ম্যাচে চ্যাম্পিয়নদের অর্জন ৩৩ পয়েন্ট।