রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
22 Nov 2024 02:01 pm
৭১ভিশন ডেস্ক:- রেয়াল বেতিসের মাঠে আরও একবার খেই হারাল রেয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না তারা। ঘুরে দাঁড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট তুলে নিল বেতিস।
প্রতিপক্ষের আঙিনায় শনিবার লা লিগার ম্যাচে ১-১ ড্র করেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার খানিক পরই সমতা টানেন আইকর রুইবাল।
গত মার্চে ২০২২-২৩ আসরে ফিরতি দেখায় বেতিসের মাঠে গোলশূন্য ড্র করেছিল রেয়াল। এবার আশা জাগিয়েও পূর্ণ পয়েন্ট পেল না তারা।
নিজেদের সাবেক মিডফিল্ডার ইসকোর নৈপুণ্যে দশম মিনিটে গোল খেতে বসেছিল রেয়াল। বক্সে ঢুকে জায়গা বানিয়ে শটও নেন তিনি। শেষ মুহূর্তে হেডে প্রতিহত করেন ডিফেন্ডার ফেরলঁদ মঁদি।
সপ্তদশ মিনিটে নিজেদের মধ্যে ওয়ান-টু খেলে আক্রমণ শাণায় রদ্রিগো-বেলিংহ্যাম। বেতিস ক্লিয়ার করার সুযোগ পেলেও পারেনি, উল্টো বল চলে যায় ছয় গজ বক্সে ব্রাহিম দিয়াসের পায়ে। তিনি বল জালে পাঠাতেও ভুল করেননি; তবে লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় মেলেনি গোল।
৩১তম মিনিটে আবার ভীতি ছড়ায় বেতিস। ডি-বক্সে ডান দিক থেকে শট নেন স্প্যানিশ ফরোয়ার্ড আইয়োসে পেরেস, বল আন্টোনিও রুডিগারের গায়ে লেগে দিক পাল্টালে বিপদ হতে পারতো। তবে সতর্ক ছিলেন আন্দ্রি লুনিন, ঝাঁপিয়ে রুখে দেন রেয়াল গোলরক্ষক। দুই মিনিট পর উইলিয়ান জোসের কোনাকুনি শট দূরের পোস্টের বাইরে দিয়ে যায়।
প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে চাপ বাড়ানো রেয়াল ভালো কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু বেতিস গোলরক্ষকের বাধা পেরোতে পারেনি তারা। ৪১তম মিনিটে লুকা মদ্রিচের দূর থেকে নেওয়া শট কর্নারের বিনিময়ে ফেরানোর পরের মিনিটে আন্টোনিও রুডিগারের হেড ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান রুই সিলভা।
রেয়ালের জার্সিতে শুরু থেকে দারুণ ছন্দে ছুটে চলা বেলিংহ্যাম ৫৩তম মিনিটে আরেকটি চমৎকার গোল করেন। ব্রাহিম দিয়াস ডি-ব্রক্সে উঁচু করে থ্রু বল বাড়ান, আর চোখের পলকে অফসাউডের ফাঁদ ভেঙে ভেতরে ঢুকে বুক দিয়ে নামিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।
এবারের লা লিগায় গোলদাতার তালিকায় শীর্ষে থাকা বেলিংহ্যাম এই নিয়ে ১৪ ম্যাচে গোল করলেন ১২টি।
পাঁচ মিনিট পর ছন্দে থাকা আরেক ফরোয়ার্ড রদ্রিগোও জালের দেখা পেতে পারতেন। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুজন ডিফেন্ডারের বাধা এড়িয়ে দুরূহ কোণ থেকে তার নেওয়া শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।
৬৬তম মিনিটে দারুণ নৈপুণ্যে সমতা টানেন রুইবাল। ডি-বক্সের বাইরে থেকে জোরাল উঁচু শটে গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার।
৭৯তম বাঁ দিক থেকে বাঁকানো ফ্রি কিক নেন টনি ক্রুস। বক্সে সবার ওপর দিয়ে বল দূরের পোস্ট দিয়ে জালে জড়াতে পারতো, শেষ মুহূর্তে লাফিয়ে এক হাত দিয়ে বাইরে পাঠান গোলরক্ষক সিলভা।
বাকি সময়েও তারা আর পারেনি ব্যবধান গড়ে দিতে। উল্টো ৯০তম মিনিটে ফের গোল খেতে বসেছিল তারা; পুরো ম্যাচে দারুণ খেলা ইসকোর হেড পোস্টে লাগলে বেঁচে যায় দলটি। সম্ভাবনা জাগিয়েও ভাগ্যের ফেরে জিততে পারল না বেতিস।
টানা তিন জয়ের পর লিগে ফের হোঁচট খেলেও আপাতত লিগ টেবিলের শীর্ষেই আছে রেয়াল মাদ্রিদ। তবে রোববার বার্সেলোনার বিপক্ষে জিতলে শীর্ষে উঠবে জিরোনা।
১৬ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রেয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৩৮।
জিরোনার সমান ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা।
১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রেয়াল বেতিস।