রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
23 Nov 2024 08:55 pm
মো:-ফিরোজ খান:-
ওই যে আমার মা মনি,
কোথায় রইলি পড়ে?
তোর ছেলে আজ ডাকছে তোকে;
ডাকছে পাগল হয়ে।
ও ;মা,তুই শুনবি কি আজ একটি কথা ?
খাবার বেলা কেউ ডাকে না ;
শুনে যা না মা,আজ আমার কথা
তুই যদি মা থাকতি বেঁচে।
খাইয়ে দিতি আজ আমাকে
বলতি ডেকে বারে বারে;
খোকা আয়রে, খেতে আয়রে
মাগো,আজ তোকে খুবই প্রয়োজন।
তোর ছেলে আজ চায় যে শুধু ,
পেতে তোর সোহাগ ও আদর
আরো ইচ্ছে করে পেতে
তোর কোলেতে শুয়ে মমতার পরশ।
কেনো,মা তুই চলে গেলি ঐ দূর আকাশে?
আমাকে রেখে এই কষ্টের বেড়াজালে
তুই লুকিয়ে থাকিছ মা ঐ তারকার আড়ালে
আমি তোকে খুঁজে মরি খেতে বসিলে।
দূূূরের গগনে চলে গেলি ঐ না মেঘের পরে,
মেঘের কোনে লুকিয়ে গেলি আমায় একা করে
মা, আমার বড় জানতে ইচ্ছে করে
ও; মা, তুই কেমন আছিস?
মেঘের পরে আছে নাকি ভালো ঘর বাড়ি,
সেথায় মা, তুই আছিস নাকি অনেক সুখে
মা, তুই কি আমার সাথে করেছিস আড়ি?
তাই আমাকে একা করে,তুই দিয়েছিস পাড়ি।
ঐ বড় বাড়ির নামটি কি মা স্বর্গ-বেহেশত?
সুখ পেয়ে তাই ভুলে গেছিস
খোকার আদর পরশ
আমাকে ও মা,তুই নিয়ে যা ঐ দূর আকাশে?
আমি মা, থাকবো শুয়ে তোর বুকেতে
,চাইবোনা,আর কখনও মা খেতে তোর হাতে
আছে নাকি মা ঐখানেতে অনেক পরি?
নাম তাদের নাকি লাল পরী,নীল পরি?
সব সময়ই করে ওরা সেথায় উড়া-উড়ি
তুই কি মা, তাদের সাথে করছিস অনেক খেলা?
আমি কি মা তোর কাছেতে ছিলাম অবহেলা?
তাই যদি হয়;তবে কেনো যাসনি আমায় মেরে?
তখন থেকে আর কখনও বলতাম মা আমি,
আয়না মা তুই আমার বুকেতে ফিরে
মাঝে মাঝে কষ্টের কথা যখনই মনে পড়ে
দূর আকাশে তাকিয়ে থাকি কষ্ট যেতে ভুলে।
স্বপ্নের ভেতর অনেক ডাকি পাইনা কোনো সারা;
অনেক কষ্টে দেখতে পাই মা,তুই সামনে দাড়া;
আমি তখন লাফিয়ে উঠতে চাই তোর কোলে;
তখনই যেন বুকের ভেতরে উঠে আগুন জ্বলে।
মা, মনে পড়ে তোর কি সেদিনের কথা?
যখনই আমি খেতে চাইনি,
বলতিস তুই গল্পের কথা
তখনই তুই শোনাতি মা অনেক মজার গল্প।
আমাকে ছেড়ে কভু যাবিনা কোথাও
বলতিস খাওয়াতে মোরে
ঐ কথা শুনে আমি তখনই;
খেতাম ভাত পেট পুড়ে।
তখনই মা তুই হেসে বলতি,
এই তো বাবা সাবাশ
আমি এখানো ও ডাকি মা,
তোকে সেই মধুর সুরেতে।
তবুও কেনো পাইনা সারা কিছু ই বুঝি না রে
এটাই আমার দুঃখ কষ্ট ছোট হ্নদয় ভরে
অন্যের মা, যখনই ডাকে তার ছেলেকে খেতে,
আমি তখনই দাড়িয়ে থাকি ওদের পাশেতে।
তবুও মা দেয়না একমুঠো ভাত আমার মুখে তুলে;
তখনই মা তোর কথা ভেবে
আমার চোখে আসে জল চলে
অবুঝ হ্নদয় উঠে মাগো শুধু কেঁদে কেঁদে।
আমি আজ বুঝতে পেরেছি একটিই কথা;
যার এই ভুবনে মা নেই বেঁচে,
তার মতো কি আর আছে কোনো হতভাগা?
এই পৃথিবীতে নেই তার মতো অসহায়।
এই কথাটি সকলেই আজ বলবেন আমায়?
মা, হারানো পৃথিবীতে অবুঝ ছেলেটিকে
তবুও সকলে মায়ের জন্য করবেন দোয়া
ওপারেতে মা যেনো থাকে সুখে শান্তিতে।