শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩
24 Nov 2024 07:44 pm
৭১ভিশন ডেস্ক:- দুই মাসেরও বেশি সময়ে গড়িয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ। এর মধ্যে উত্তর গাজার পর দক্ষিণেও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনারা। এবার সামনে এসেছে গাজায় গণগ্রেফতারের দৃশ্য। কেবল গ্রেফতার নয়, বেসামরিক লোকদের অর্ধনগ্ন অবস্থায় নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে গাজায় গণগ্রেফতারের দৃশ্য দেখা গেছে। এসব দৃশ্যে ফিলিস্তিনিদের অন্তর্বাস পরিয়ে চোখ বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। এমনকি ছবিতে তাদের সেনাবাহিনীর গাড়ির মাজেতে ফেলে রাখতে দেখা গেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ফিলিস্তিনিকে গ্রেফতারের প্রেক্ষাপট ও তারিখ স্পষ্ট নয়। তবে গ্রেফতার ব্যক্তিদের স্বজন ও পরিবার এ বিষয়টি নিশ্চিত করেছে।
সিএনএন গ্রেফতার করা ব্যক্তি ও একটি সংবাদমাধ্যমের সাথে কথা বলেছে। এসব কথোপকথনের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে, গ্রেফতার ব্যক্তিদের অনেকের সাথে হামাসের কোনো সম্পৃক্ততা নেই।
দ্য ইউরো-মেডিটারিয়ান হিউম্যান রাইটস মনিটর গ্রেফতার ব্যক্তিদের ছবি প্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনারা বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। এসব লোকের সাথে দুর্ব্যবহার করছে ইসরায়েলি সেনারা।
পর্যবেক্ষক এ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা বিক্ষিপ্তভাবে গণগ্রেফতার চালাচ্ছে। এ তালিকায় সাংবাদিক, চিকিৎসক, শিক্ষাবিদসহ বৃদ্ধরা রয়েছেন।
সিএনএন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও বেইত লাহিয়া অঞ্চলের। বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ফোর্সের মন্তব্য জানতে চাইলে তারা সাড়া দেয়নি।