মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০২৩
22 Aug 2025 04:41 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে তিনি এই সফর করবেন বলে সোমবার পুতিন সহযোগী ইউরি উশাকভের বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার নিউজ আউটলেট শট।
উশাকভের বরাত দিয়ে শট আরও জানায়, পুতিন প্রথমে সংযুক্ত আরব আমিরাত যাবেন। এরপর যাবেন সৌদি আরবে। সেখানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার আলোচনা হবে।
উশাকভ বলেন, ‘আমি আশা করি, তাদের (পুতিন ও বিন সালমান) মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা হবে। আর এই আলোচনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি’।