মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০২৩
22 Nov 2024 03:38 pm
৭১ভিশন ডেস্ক:-আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রের ১০ রাজ্যের ১৪ ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। এই টুর্নামেন্টে অংশ নেবে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ। ২০১৬ সালের পর আবারো ১৬ দলে ফিরেছে কোপা আমেরিকা।
সোমবার (৪ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে আয়োজকরা। কোপা আমেরিকা টুর্নামেন্টে যেহেতু লাতিন আমেরিকার দেশগুলো অংশগ্রহণ করে থাকে তাই সকলের দৃষ্টি থাকে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের দিকে। সকলেই এই দল দুটিতে মুখোমুখি দেখতে মুখিয়ে থাকে।
পুরো ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্ত তাকিয়ে থাকে দু’দলের দ্বৈরথ দেখতে। যাকে বলা হয়ে থাকে ‘সুপার ক্লাসিকো’। এবার তার ব্যক্তিক্রম নয়। সূচি চূড়ান্ত না হলেও, কোন গ্রুপের খেলা কখন তা এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে।
আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জানা যাবে পূর্ণাঙ্গ সূচি। সেই সঙ্গে জানা যাবে কে কোন গ্রুপে কাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে। তবে কনমেবল কর্তৃপক্ষ গ্রুপ নির্বাচনের ক্ষেত্রে আর্জেন্টিনা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে যথাক্রমে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বেছে রেখেছে।
তার মানে ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের গ্রুপে যাই করুক না কেন এ দু’দলের টুর্নামেন্টের ফাইনালের আগে দেখা হওয়ার কোনো সুযোগ নেই।
আগামী বছরের ২০ জুন আটালান্টায় প্রথম ম্যাচ মাঠে নামবে আর্জেন্টিনার। দ্বিতীয় ম্যাচ ২৫ জুন নিউ জার্সিতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ আর্জেন্টিনা খেলবে ২৯ জুন মায়ামিতে। অন্যদিকে ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে ২৪ জুন, ক্যালিফোর্নিয়ায়। ২৮ জুন দ্বিতীয় ম্যাচ লাস ভেগাসে। তৃতীয় ম্যাচ খেলবে শান্তা ক্লারার সেন্ট লেভিস স্টেডিয়ামে।
সুচি অনুসারে কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব পার করতে পারলে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ কিংবা ৫ জুলাই। আর ব্রাজিল গ্রুপ পর্ব পার করতে পারলে তারা কোয়ার্টার ফাইনাল খেলবে ৭ জুলাই। কোপার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ও ১০ জুলাই। আর ফাইনাল হবে ১৪ জুলাই।