শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩
23 Nov 2024 03:09 pm
সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের দুইজন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। সিরীয় সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সেদেশে সেনা পাঠিয়েছে ইরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন ও ইউরোপের কয়েকটি সরকারের প্রকাশ্য মদদে গাজায় যখন ইসরায়েল ব্যাপক নৃশংসতা চালাচ্ছে এবং হাজার হাজার ফিলিস্তিনি বিশেষ করে নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করছে ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর হামলায় সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত অবস্থায় আইআরজিসির দুই সেনা শাহাদাৎবরণ করেছেন।'
বিবৃতিতে আরও বলা হয়, নিহত দুই সামরিক উপদেষ্টার নাম হচ্ছে মোহাম্মাদ আলী আতাইয়ি শুরচে ও পানাহ তাকিজাদেহ। সিরিয়ায় মার্কিন ও ইসরাইলি মদদপুষ্ট দায়েশ বা আইএস-সহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবিলার জন্য গত কয়েক বছর ধরে সেদেশে মোতায়েন রয়েছে ইরানের একদল সামরিক উপদেষ্টা।
ইরানের একটি সূত্র বলছে, আইআরজিসি'র এই দুই সদস্য সিরিয়ায় ইসরাইলের গতকালের হামলায় শাহাদাৎবরণ করেছেন।সূত্র : পার্সটুডে, রয়টার্স