শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০২৩
23 Nov 2024 07:13 am
৭১ভিশন ডেস্ক:- আন্তর্জাতিক আদালতের (আইসিসি) মুখ্য কৌঁসুলি করিম খান ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিম তীর সফর করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।
এ সম্পর্কিত এক প্রতিবেদনে আল–জাজিরা জানায়, করিম খান এক্সে দেওয়া পোস্টে নিজের সম্ভাব্য সফর সম্পর্কে জানান। ওই পোস্টে বলা হয়—গত ৭ অক্টোবর হামাসের করা হামলায় ভুক্তভোগী ইসরায়েলি পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করবেন করিম। ইসরায়েলের আমন্ত্রণেই তিনি সেখানে যাবেন। একই সঙ্গে ফিলিস্তিনের পশ্চীম তীরের রামাল্লাহ সফর করবেন তিনি। সেখানে তিনি রামাল্লাহর শীর্ষ নেতাদের সাথে দেখা করবেন।
এ পর্যন্ত বহু বৈশ্বিক নেতা আইসিসিকে গাজা সফরের আহ্বান জানিয়েছে। মূলত গাজায় ইসরায়েলি হামলার নৃশংসতা ও সেখানে হওয়া যুদ্ধাপরাধের তদন্তের জন্যই এমন আহ্বান জানানো হয়েছিল। একই সময়ে বহু মানবাধিকার সংস্থা ইসরায়েল গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে অভিযোগ করে তদন্তের আহ্বান জানিয়েছিল।
করিম খানের এই পশ্চিম তীর ও ইসরায়েল সফরের ঘোষণা এরই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। কারণ এর আগে তিনি সব পক্ষকে সতর্ক করে বলেছিলেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যেকোনো ধরনের বাধাকে যুদ্ধাপরাধ বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা এবং অন্তত ২৪০ জনকে জিম্মি করে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে গাজা উপত্যকায় অব্যাহত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।