মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
22 Nov 2024 03:35 pm
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোরোর টিকিট নিশ্চিত করতে ঘরের মাঠে পোর্তোর মুখোমুখি হবে বার্সেলোনা। মঙ্গলবার (২৮ নভেম্বর) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২'টায়।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমটা খুব ভালোভাবে শুরু করছিল বার্সেলোনা। প্রথম তিন ম্যাচের একটিতেও হারেনি তারা। তবে, শেষ ম্যাচে শাখতারের কাছে ১-০ গোলের হারটা চিন্তায় ফেলেছে বার্সাকে। যদিও গ্রুপে এখনো সবারই উপরেই আছে কাতালানরা। তবে, সেই শীর্ষস্থান ধরে রাখতে ও নক আউট পর্ব নিশ্চিত করতে আজ পোর্তোর মুখোমুখি হবে কাতালানরা।
চার ম্যাচে দু'দলের আছে নয় পয়েন্ট। এ ম্যাচে যে জিতবে সেই নিশ্চিত করে ফেলবে শীর্ষ ১৬'র টিকিট। আর হারলে প্রতিযোগিতা করতে হবে ছয় পয়েন্ট নিয়ে তিনে থাকা শাখতার দোনেস্কের সঙ্গে।
চ্যাম্পিয়ন্স লিগে গেল দুই মৌসুমে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল বার্সাকে। তবে, এবার গ্রুপের শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে গিয়ে আক্ষেপ ঘোচাতে চায় বার্সা। ম্যাচের আগে সমীকরণও স্বস্তি দেবে তাদের। এখন পর্যন্ত মোট ছয়বারের দেখায় পাঁচ জয় আছে কাতালুনিয়ানদের। এছাড়া শেষ দেখায় পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। তবে, ইনজুরির কারণে ম্যাচে থাকছেন না গোলকিপার স্টেগান।
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘এটা আমাদের জন্য ফাইনাল ম্যাচ। দলের সবার এমন মানুষিকতা হওয়া উচিৎ যে, যেভাবেই হোক ম্যাচটা আমাদের জিততেই হবে। সমর্থকদেরও অনুরোধ করব মাঠে এসে গলা ফাটিয়ে সমর্থন দিতে। এ ম্যাচে তাদের সমর্থন আমাদের অনেক প্রয়োজন।’