রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
26 Nov 2024 04:38 pm
৭১ভিশন ডেস্ক:- আগামী ৪৮ ঘণ্টা বা দু’দিনের মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৬ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।
ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।