শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
21 Nov 2024 12:23 pm
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বাথ-ব্যাথা, হাড়জোড়া, বক্ষব্যধি, ডায়াবেটিস, মেডিসিন, গাইনি এন্ড অবস ও শিশু বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর শুক্রবার সকালে স্বপ্ন বাস্তবায়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা শাহনাজ পারভীন এর সভাপতিত্বে অত্র সংস্থার কার্যালয়ে ১দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপতালের প্রফেসর ডাঃ নরেশ কুমার রায়, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, শেরপুর থানার অফিসার (ওসি) বাবু কুমার সাহা, বগুড়া ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ মজনু মিয়া, বক্ষব্যাথি হাসপাতল বগুড়ার মেডিকেল অফিসার ডাঃ এস এম তারেক উর রহমান, গাইনী এন্ড অবস ডাঃ রাফসানা জাহান রিম্মি, স্বপ্ন বাস্তবায়ন সংস্থার উপদেষ্ঠা মোহাম্মদ আলী, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুর রহমান, স্বপ্ন ইয়ুথ ডেভলপমেন্ট অরগানাইজেশান এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুমা মরিয়ম, উইমেন হেভেন ফর হিউম্যানিটির সভাপতি তাহমিনা নাছরীন, স্বপ্ন বাস্তবায়ন সংস্থার সভাপতি রোকেয়া খাতুন প্রমুখ।
স্বপ্ন ইয়ুথ ডেভলপমেন্ট অরগানাইজেশান, উইমেন হেভেন ফর হিউম্যানিটি ও স্বপ্ন বাস্তবায়ন সংস্থার আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সাবির্ক সহযোগিতা করেন শেরপুর শহীদিয়া কামিল মদ্রাসার ১৯৯০সালের এসএসসি ব্যাচ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক মানুষ ফ্রি চিকিৎসাসেবা গ্রহন করেন।